বাংলাদেশ দলের বিশ্বকাপের জার্সি উন্মোচন

    বাংলাদেশ দলের বিশ্বকাপের জার্সি উন্মোচন

    বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জার্সি উন্মোচন করা হয়েছে। গত কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে যে জার্সির ছবি ছড়িয়ে পড়েছিল, সেই জার্সিই বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি হিসেবে উন্মোচিত হয়েছে।

    সোমবার (২৯ এপ্রিল) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জার্সি উন্মোচন করেন দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

    বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হাতে জার্সি তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি উন্মোচন করেন তিনি।

    গত বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে বেশি প্রাধান্য দেওয়া হয়েছিলো সবুজ রঙকে। সেটিকে প্রাধান্য দিয়েই জার্সি তৈরি করা হয়েছিলো। এবার দুটি ভিন্ন জার্সি তৈরি করা হয়েছে, যার একটি সবুজ এবং অন্যটি লাল রঙের। অনেকটা ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সির মতই থাকছে এবারের জার্সি।

    প্রসঙ্গত, আগামী ৩০ মে ইংল্যান্ডে শুরু হবে বিশ্বকাপের এবারের আসর।

    বিএম/রনী/রাজীব

    আরো খবর:: অভিজ্ঞ ব্যাটিং লাইন আপ বাংলাদেশ দলের মূল শক্তি-মাশরাফি