ইয়াংগুনের রানওয়ে থেকে ছিটকে পড়ল বাংলাদেশ বিমান

    বৈরী আবহাওয়ায় মিয়ানমারের ইয়াঙ্গুনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে। ওই ঘটনায় পাইলটসহ ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহত পাইলটের নাম শামীম নজরুল।

    বুধবার রাতে শাহজালাল বিমানবন্দর এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) উপ-পরিচালক ওহিদুর রহমান এ তথ্য জানান।

    আহত পাইলট

    তিনি বলেন, বুধবার বিমান বাংলাদেশের একটি উড়োজাহাজ (বিজি- ০৬০) ঢাকা থেকে বিকাল ৩টা ৫৯ মিনিটে ১ জন বাচ্চাসহ ২৯ জন যাত্রী নিয়ে ইয়াঙ্গুনের উদ্দেশ্যে রওনা হয়। এতে ২ জন কেবিন ক্রু ও ২ জন পাইলট ছিলেন।

    আহত যাত্রী

    ওহিদুর রহমান আরো বলেন, ইয়াঙ্গুনে বিমানটি বাংলাদেশ সময় ৬টা ২২ মিনিটে ল্যান্ড করে। সেখানে ল্যান্ডিংয়ের সময় খারাপ আবহাওয়ার কারণে রানওয়ে থেকে বিমানটি বাহিরে ছিটকে পড়ে। এ সময় ৪ জন আহত হয়েছেন। আমরা ইয়াঙ্গুন এয়ারপোর্ট থেকে এই ম্যাসেজ পেয়েছি।

    এদিকে আহত ১৫ জন মিয়ানমারের নর্থ ওকলাপা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহা-ব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ।

    বিএম/রনী/রাজীব