গাইবান্ধায় ব্রক্ষ্মপুত্রে নৌকাডুবি, তিন নারীর লাশ উদ্ধার

    গাইবান্ধায় ব্রক্ষ্মপুত্র নদে নৌকাডুবিতে বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। এর মধ্যে তিনজনের লাশ উদ্ধার হয়েছে। তারা সবাই নারী।

    মঙ্গলবার (৭ মে) সকালে গিদারী ইউনিয়নের বোর্ডবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

    যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন- বোর্ডবাজার ঘাট এলাকার ধুতিচোরা গ্রামের এনছার আলীর স্ত্রী রোকেয়া বেগম, একই গ্রামের সাজু মিয়ার মেয়ে শান্তনা এবং দক্ষিণ গিদারী গ্রামের আইজার মুন্সির স্ত্রী জোবেদা বেগম।

    স্থানীয়রা জানান, ৬০ থেকে ৭০ জন শ্রমিক নৌকায় করে চরে ভুট্টা জমিতে কাজ করতে যাচ্ছিলেন। ঘাট থেকে কিছুদূর যাওয়ার পরই ডুবে নৌকাটি যায়। এতে নৌকার বেশিরভাব যাত্রী সাঁতার কেটে তীরে উঠলেও নিখোঁজ রয়েছেন অনেকে।

    গিদারী ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ ইদু জানান, নৌকাতে ধারনক্ষমতার বেশি লোক নেয়ায় এমন ঘটনা ঘটেছে। খবর পেয়ে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা গিয়ে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।

    রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. খোরশেদ আলম জানান, খবর পেয়ে দুজন ডুবুরি নিয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় কাজ চালিয়ে যাচ্ছি। এ পর্যন্ত তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ এখনো অব্যাহত আছে।

    বিএম/রনী/রাজীব