জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে পর্দা উঠলো ক্রিকেট বিশ্বকাপের

    কাউন্টডাউনের সমাপ্তি ঘটিয়ে শত দিনের বিশ্ব ভ্রমন শেষে ইংল্যান্ডে আসলো বিশ্বকাপ ট্রফি। আর তারই সাথে লন্ডনের ব্যাকিংহাম প্যালেসের, দ্যা মলে জমকালো অনুষ্ঠানে পর্দা উঠলো ২০১৯ বিশ্বকাপের ১২ তম আসরের।

    বুধবার (২৯ মে) বাংলাদেশ সময় রাত ১০টা থেকে এক ঘন্টাব্যাপী সময়চলা জমকালো অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু হয় বিশ্বকাপের এবারের মহারণের।

    ক্রিকেট ইতিহাসে এই প্রথম মাঠের বাইরে করা হলো কোন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। ব্রিটেনের রানীর বাসভবনের সামনে বাকিংহ্যাম প্যালেসের সামনে বিখ্যাত ‘দ্য মলে’ বসে এই জমকালো আনুষ্ঠানিকতা ।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বকাপে অংশগ্রহণকারী দশ দলের অধিনায়করা। এর আগে ব্যাকিংহাম প্যালেসের ব্রিটেনের রানীর সাথে দেখা করেন তারা। এরপর অংশগ্রহণ করেন উদ্বোধনী অনুষ্ঠানে।

    নানারকম আয়োজনে সাজানো হয় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। যার মধ্যে ছিল খেলাধুলা,গানবাজনাসহ বেশ কিছু চমকপ্রদ আয়োজন।

    অনুষ্ঠানটির মজাদার একটি খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে ব্রেট লি, মাহেলা জয়াবর্ধনে, কেভিন পিটারসন, অ্যান্ড্রু ফ্লিনটপ, আজহার মাহমুদদের সঙ্গে অংশগ্রহণ করেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক এবং মডেল ও অভিনেত্রী জয়া আহসান।

    বিএম/রনী/রাজীব