ঠাকুরগাঁওয়ে দলিত ও আদিবাসিদের ভূমি ইস্যূতে মতবিনিময় সভা

    ঠাকুরগাঁওয়ে দলিত ও আদিবাসিদের ভূমি
    ইস্যুতে সংবেদনশীল করণের উদ্দেশ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের আয়োজনে ও হেকস্ ইপারের সহযোগীতায় বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভাটি অনুষ্ঠিত হয়।

    সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিতে মতবিনিময় সভায়্ব বক্তব্য দেন, সহকারি ভ্থমি কমিশনার বহ্নি শিখা আশা, ঠাকুরাগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, উপজেলা সমাজসেবা অফিসার শরিফুল ইসলাম, জেলা মহিলা আ’লীগের সভাপতি দ্রৌপদী দেবী আগারওয়ালা, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মামুন উর রশিদ, উপজেলা ম্যানেজার ঝর্না বেগম, দলিত প্রতিনিধি রাজু ভাস্কো, সামারিয়া, আদিবাসি প্রতিনিধি মার্তিনা হাসদা, পনু ঋষি, মাহাত হাসদা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেমদীপ
    প্রকল্পের ল্যান্ড এন্ড লিগ্যাল সাপোর্ট অফিসার আমিনুল ।

    দলিত ও আদিবাসিদের নিয়ে অনুষ্ঠিত এ সভায় তাদের ভূমি বিষয়ক নানা সমস্যা ও তার প্রতিকার এবং তাদেও জীবন মান উন্নয়নের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোকপাত করা হয়।

    বিএম/রুমেল/রনী