ফণীতে ফসলের ক্ষতি সাড়ে ৩৮ কোটি টাকা

    ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে সৃষ্ট প্রবল বাতাস ও বৃষ্টির কারণে দেশের ৩৫ জেলার প্রায় ৬৩ হাজার ৬৩ হেক্টর জমির ফসল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। এসব ফসলের মধ্যে ধান, ভুট্টা, সবজি, পাট ও পান রয়েছে।

    মঙ্গলবার (৭ মে) সচিবালয়ে ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

    এ সময় কৃষিমন্ত্রী বলেন, ক্ষয়ক্ষতির আর্থিক মূল্য ৩৮ কোটি ৫৪ লাখ দুই হাজার ৫০০ টাকার মত। ক্ষতিগ্রস্ত এসব কৃষকদের সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বীজ ও আর্থিক সহযোগিতা দেয়া হবে বলেও জানান তিনি।

    মঙ্গলবার (৭ মে) সচিবালয়ে ঘূর্ণিঝড় ফণির প্রভাবে ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী এ তথ্য জানান।

    ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ হয়ে গত ৪ মে সকালে অনেকটা দুর্বল হয়ে খুলনা-সাতক্ষীরা অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ঘূর্ণিঝড় ফণী। পরে এটি লঘুচাপে পরিণত হয়।

    ফণীর আঘাতে দেশের কয়েক জেলায় সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন ফসলের।

    দেশ থেকে চাল রপ্তানি হবে কিনা আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে সংবাদ সম্মেলনে জানান মন্ত্রী।

    বিএম/রনী/রাজীব