বান্ধবীর মামলায় আটক ম্যারাডোনা

    সাবেক বান্ধবীর মামলায় গ্রেপ্তার হয়েছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা।

    বর্তমানে মেক্সিকোর একটি ক্লাবে কোচের দায়িত্বে রয়েছেন এই ফুটবল লিজেন্ট। মেক্সিকো থেকে আর্জেন্টিনায় ফিরছিলেন।

    কিন্তু আর্জেন্টিনায় পৌঁছার পর বিমানবন্দর থেকেই তাকে গ্রেপ্তার করে বুয়েন্স আয়ার্স পুলিশ।

    গেল ডিসেম্বরে বান্ধবী রসিও অলিভার সঙ্গে ছয় বছরের সম্পর্কে বিচ্ছেদ ঘটে ম্যারাডোনার। কিন্তু ৫৮ বছর বয়সী ম্যারাডোনার বিরুদ্ধে ৯ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ মাললা ঠুকে দেন অলিভার। সেই মামলার প্রেক্ষিতেই গ্রেপ্তার করা হয় ম্যারাডোনাকে।

    ফক্স স্পোর্টস তাদের প্রতিবেদনে বলেছে, গ্রেপ্তারের পর আটক রাখা হয়নি ম্যারাডোনাকে। আনুষ্ঠানিক নোটিশ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ১৩ জুন তাকে হাজিরা দিতে হবে।

    বিমানবন্দর থেকে বাড়ি ফেরার একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ম্যারাডোনা। ছবিতে তার সঙ্গী আইনজীবী ম্যাটিয়াস মোরলা। ছবি পোস্ট করে ম্যারাডোনা লিখেছেন, ‘‘এখন বুয়েন্স আয়ার্সে। এখন আমার বন্ধু ম্যাটিয়াস মোরলার সঙ্গে বাড়ির পথে।’’

    বিএম…