সীতাকুণ্ডে টয়লেটের পাশেই তৈরী হচ্ছে মিষ্টি : দুই দোকানকে জরিমানা

    সীতাকুণ্ড প্রতিনিধি : মিষ্টি তৈরীর কারখানার ভিতরে খোলা টয়লেট আর তার পাশেই তৈরী হচ্ছে মিষ্টি। এমন সংবাদ পেয়ে ছুটে গেলেন ভ্রাম্যমান আদালত।

    বৃহস্পতিবার (৩০ মে) বিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সীতাকুণ্ডে বিসমিল্লাহ হোটেলে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

    উক্ত হোটেলে দীর্ঘদিন যাবত খোলা টয়লেটের পাশে তারা তৈয়ার করছে মিষ্টি। এছাড়াও উপজেলার মার্কেট বৈঠক বাজারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অতিরিক্ত মূল্য, ট্রেড লাইসেন্স না থাকা এবং ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের গড়মিল পরিলক্ষিত হওয়ায় তাদেরকে উক্ত জরিমানা করা হয়।

    বিকালে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক। দুইটি দোকানে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং তাদেরকে সর্তক করে দেওয়া হয়। ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৪৩ ধারায় সীতাকুণ্ড বাজারে উক্ত অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুব হক বলেন, এটি চলমান মোবাইল কোর্ট, এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

    বিএম/রাজীব..