চট্টগ্রাম নগরীর অভিজাত রেস্টুরেন্ট উইন্ড অব চেইঞ্জ আসন্ন রমজানে মাত্র ৬৯৯ টাকায় বুফে ইফতার এবং ডিনারের বিশেষ অফার ঘোষনা করেছে।
ইন্ডিয়ান ও দেশীয় ঐতিহ্যবাহী সুস্বাদু সব খাবার নিয়ে সাজানো ৪১ আইটেমের বুফে ইফতার ও ডিনার অফার থাকবে পুরো রমজানমাস জুড়ে।
ইফতারের সময় থেকে তারাবীর নামাজের আগ পর্যন্ত ইচ্ছেমত খাওয়া-দাওয়ার এই আয়োজনে ৬৯৯ টাকার অতিরিক্ত কোন চার্জ দিতে হবেনা।

ইফতার এবং ডিনারে প্রধানতঃ যেসব আইটেম থাকবে-
ফ্রাইড অন্থন, ছোলা, চনা মাসালা,ফেয়াজু, মুড়ি, ঝুরা পাকুরা, বেগুনি, জিলাপী, চমুচা, মরিচা, এগ চপ, মাটন হালিম, চিকেন হালিম, বিফ তেহারী, তুর্কি বিরিয়ানি, স্টিম রাইচ, লাচ্চা পরোটা, চিকেন মাসাল, বিফ আলুগোস, ডাল বাটার ফ্রাই, মিক্সড ভেজিটেবল, গ্রীণ সালাদ, লেডিস ফিঙ্গার সালাদ, জাম্বুর সালাদ, ফ্রেশ ফ্রুট জুস, সুইট কার্ড, ফিরনি, রং চা’সহ আরো অনেক কিছু।
পারিবারিক, সাংগঠনিক, দাপ্তরিক বা যে কোন কর্পোরেট বুফে ইফতার পার্টি আয়োজনের জন্য আগাম বুকিং করতে হবে।
ঠিকানা:
উইন্ড অব চেইঞ্জ, ইয়াকুব সেন্টার ৮ম ও ৯ম তলা, বাদশা মিয়া পেট্রোল পাম্প সংলগ্ন, দুই নম্বর গেইট, চট্টগ্রাম।
বিএম