ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়কালে আটক ৪

    চট্টগ্রামে অপহরণের পর এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ২ নারীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

    সোমবার রাতে চান্দগাঁও আবাসিক এলাকা থেকে অপহৃত ব্যবসায়ী আলতাফ হোসেনকে (৫০) উদ্ধার করা হয়।

    মঙ্গলবার (৭ মে) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ৪ জনকে আটক করা হয়।

    গ্রেফতার চারজন হলেন, মো. নাসির উদ্দিন (৩৫), প্রদীপ দাশ (৩৫), হাসিনা আক্তার প্রকাশ মুক্তা (৪৫) ও ছালেহা আক্তার (৪০)। বিকাশ এজেন্টের কাছে মুক্তিপণের টাকা আনতে গেলে এদের মধ্যে প্রথমে হাসিনা আক্তারকে গ্রেফতার করে পুলিশ। এরপর তার দেওয়া তথ্য অনুযায়ী গ্রেফতার করা হয় আরও তিনজনকে।

    পুলিশ জানায়, সোমবার সকালে চাক্তাই এলাকা থেকে আলতাফ হোসেনকে কৌশলে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে মুঠোফোনে তার পরিবারের কাছে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। এ ঘটনায় আলতাফ হোসেনের ভাই আলী আকবর বাদী হয়ে কোতোয়ালি থানায় অপহরণ মামলা করেন।

    পরে মোবাইল ট্র্যাকিং করে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে আলতাফ হোসেনকে উদ্ধার করা হয়।

    কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. মহসিন বলেন, একটা চক্র ব্যবসায়ীদের টার্গেট করে প্রেমের অভিনয়। প্রেমের অভিনয় করে তাদের অপহরণ করে অশ্লীল ছবি তুলে, সেই ছবি দেখিয়ে পরিবারের কাছ থেকে টাকা দাবি করে।

    গ্রেফতার চারজন একটি সংঘবদ্ধ পেশাদার অপরাধী চক্র। তারা দীর্ঘদিন ধরে এই ধরনের অপরাধ করে আসছে। এই পর্যন্ত নগরীতে অন্তত ৫০টি একই ধরনের অপরাধ তারা সংঘটিত করেছে। কিন্তু কোনো থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়নি।

    বিএম/রনী/রাজীব