রাজধানীতে র‍্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ মাদক ব্যবসায়ী নিহত

    রাজধানীর আগারগাঁওয়ে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। র‌্যাবের দাবি নিহত আশরাফ আলী মাদক ব্যবসায়ী।

    মঙ্গলবার (৭ মে) রাত দুইটার দিকে বেতার ভবনের সামনে র‌্যাবের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে।

    র‌্যাব জানায়, চুয়াডাঙ্গা থেকে মাদক আসবে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী থেকে গাড়িটির ফলো করেন তারা। পরে আগারগাঁওয়ে চেকপোস্টে গাড়িটি থামাতে বললে র‌্যাবকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি চালায়।

    এসময় তিন মাদক কারবারির মধ্যে গাড়ির চালকসহ দুইজন দৌড়ে পালালেও আশরাফ আলীকে আহত অবস্থায় আটক করা হয়। এরপর তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    গাড়িটি থেকে একটি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি ও পাঁচশো বোতল ফেনসিডিল উদ্ধার করে বলে জানায় র‌্যাব।

    বিএম/রনী/রাজীব