দিল্লীকে বিদায় করে ফাইনালে চেন্নাই

    চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নামে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস।  টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

    ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৭ রান করে দিল্লি।

    ১৪৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় চেন্নাই। এরই ফলে ফাইনাল নিশ্চিত করে তারা।

    চেন্নাইয়ের হয়ে প্লেসিস ৫০, ওয়াটসন ৫০, রায়না ১১ ও ধোনি ৯ রান করেন। অন্যদিকে রাইডু ২০ রানে অপরাজিত ছিলেন। দিল্লির হয়ে ইশান্ত, বোল্ট, অমিত ও অক্ষর ১টি করে উইকেট শিকার করেন।

    এর আগে দিল্লির হয়ে পন্থ ৩৮, মুনরো ২৭, ধাওয়ান ১৮, শ্রেয়াস ১৩ ও রাদারফোর্ড ১০ রান করেন। অন্যদিকে ইশান্ত শর্মা ৩ বলে ১ চার ও ১ ছয়ে ১০, মিশ্রা ৬ রানে অপরাজিত ছিলেন। চেন্নাইয়ের হয়ে চাহার, হরভজন, জাদেজা ও ব্রাভো ২টি করে, ইমরান ১টি উইকেট শিকার করেন।

    ফাইনালে চেন্নাই মুম্বাইয়ের মুখোমুখি হবে।

    বিএম/রনী