৪৭ বছর পর ইউরোপের দুই বড় শিরোপাই যাচ্ছে ইংল্যান্ডে!

    উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ এবং উয়েফা ইউরোপা লীগের ফাইনালে এবার “অল ইংলিশ” ফাইনাল প্রত্যক্ষ করবে গোটা ফুটবল বিশ্ব। চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে মুখোমুখি হবে লিভারপুল-টটেনহ্যাম, চেলসি-আর্সেনাল লড়বে ইউরোপা লীগের শিরোপার জন্য।

    দুই দিন পূর্বেই বার্সেলোনাকে ঘরের মাঠে নাকানি-চুবানি খাইয়ে ফাইনালে উঠেছিলো লিভারপুল। প্রথম লেগে ৩-০ গোল হেরে আসার পর ঘরের মাঠে বার্সাকে এক হালি গোল দিয়ে ফাইনালের টিকেট পায় রেডরা।

    অপরদিকে আয়াক্সের স্বপ্নের যাত্রা একেবারে শেষ মুহূর্তের গোলে শেষ করে দেয় টটেনহ্যাম। দ্বিতীয় লেগের প্রথমার্ধ শেষে যেখানে ৩-০ গোলে এগিয়ে ছিলো আয়াক্স!

    এদিকে গতকাল ইউরোপা লীগের সেমিফনালেও জয় পেয়েছে আর্সেনাল এবং চেলসি।

    আগামী ২৯ মে আজারবাইজানের রাজধানী বাকুতে ইউরোপা লীগের ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল। তার দুই দিন পর স্পেনের মাদ্রিদে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে মুখোমুখি হবে লিভারপুল এবং টটেনহ্যাম।

    বিএম/রনী/রাজীব