সতেরো জন নয়, কমিটিতে শতাধিক বিতর্কিত-দাবি ছাত্রলীগের পদবঞ্চিতদের

    ১৭ জন নয়, ৩০১ সদস্যের ছাত্রলীগের কমিটিতে শতাধিক বিতর্কিত লোক আছে বলে দাবি করেছেন ছাত্রলীগের পদবঞ্চিত নেতা সাবেক প্রচার সম্পাদক সাইফ বাবু। আজ দুপুরে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

    এর আগে, গতকাল রাতে ছাত্রলীগের সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কমিটিতে ১৭ জন বিতর্কিত আছে বলে জানান। ওই সময় তারা বিতর্কিত ১৭ জনকে নির্দোষ প্রমাণ করার জন্য ২৪ ঘণ্টা সময় বেধে দেন।

    পদবঞ্চিতদের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাইফ বাবু আরো বলেন, নতুন কমিটি যে বিতর্কিত, এই ১৭ জনের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে। আন্দোলনকারীদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন সাইফু বাবু।

    তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিটি পুনর্গঠনের নির্দেশ দিয়েছেন। এতে আমরা আনন্দিত হয়ে এখানে উপস্থিত হয়েছি। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। নির্দেশ অমান্য করলে শক্ত জবাব দেওয়া হবে। বঙ্গবন্ধুর আর্দশের একজন সৈনিকও বেঁচে থাকতে ছাত্রলীগের কেউ ক্ষতি করতে পারবে না বলেও উল্লেখ করেন তিনি।

    সংবাদ সম্মেলনে প্রায় শতাধিক পদবঞ্চিত নেতা উপস্থিত ছিলেন।