কমলাপুর রেলওয়ে স্টেশনে দুদক

    অনলাইনে ট্রেনের টিকিট কালোবাজারি ও কৌশলে সার্ভার জ্যাম করে রাখার অভিযোগে কমলাপুর স্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন- দুদক।

    বুধবার (২২ মে) সকালে কমলাপুর রেল স্টেশনে দুদুকের একটি টিম এ অভিযান পরিচালনা করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি জানিয়েছেন।

    তিনি বলেন, একটি টিম নানা রকম অভিযোগে অভিযানে গিয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

    আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। তবে টিকিট বিক্রির শুরুর আগ থেকেই গ্রাহকরা নানা অভিযোগ করে আসছিলেন। বিশেষ করে ‘সার্ভারে ত্রুটি’, ‘বিক্রি শুরুর আগেই টিকিট শেষ’, ‘টিকিট না দিয়েই টাকা কেটে রাখা’-এসব নিয়মিত অভিযোগ।

    বিএম/রনী/রাজীব