শক্তিশালী ভারত গড়ার প্রত্যয় মোদির, শপথ ২৯ মে

    ভারতের লোকসভা নির্বাচনে বিপুল ব্যবধানে এগিয়ে বিজেপি জোট। সন্ধ্যার মধ্যেই হাতে চলে আসবে পুরো ফলাফল। মানে কয়েক ঘণ্টার মধ্যেই হয়ত তাঁর জয় স্পষ্ট হয়ে যাবে। তারপরই দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন মোদি।

    টুইটে দেশবাসীকে ধন্যবাদ জ্ঞাপন নরেন্দ্র মোদি বলেন,আমরা একসঙ্গে শক্তিশালী ভারত গড়ব।

    বিজেপির সভাপতি অমিত শাহ বলেছেন, কুৎসার জবাব দিয়েছেন দেশবাসী।

    বিজেপির বিপুল জয়ে নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে, আফগানিস্তানের প্রেসিডেন্ট আসরাফ ঘানি, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি, ভুটানের রাজা জিগমে ওয়াংচুক কেসর নামগিয়াল।

    এদিকে, বারাণসীতে জয়ী নরেন্দ্র মোদি। গান্ধীনগর কেন্দ্রে রেকর্ড ভোটে জয় লাভ অমিত শাহর। ইতিমধ্যে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে পৌঁছে গিয়েছেন অমিত শাহ। সেখানে জোরকদমে চলছে বিজয় উদযাপনের প্রস্তুতি।

    বিজেপির বিপুল জয়ের জন্য নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানালেন লালকৃষ্ণ আডবানী। বিধানসভা নির্বাচনে সাফল্যের জন্য ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এবং অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআরসিপি-র প্রধান জগনমোহন রেড্ডিকে শুভেচ্ছা নরেন্দ্র মোদি।

    ২৯ মে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি। ২৮ মে পুজো দিতে যাবেন বারাণসী।

    বিএম/রনী/রাজীব