ভূমধ্যসাগরে নৌকাডুবি
    দেশে ফিরেছেন বেঁচে যাওয়া আরও ৩ জন

    ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া আরও তিন বাংলাদেশি দেশে ফিরেছেন।

    শুক্রবার (২৪ মে) ভোর ৫টা ৩৮ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭১২ ফ্লাইট যোগে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

    বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক।

    প্রাণে বেঁচে যাওয়া তিন বাংলাদেশি হলেন- কিশোরগঞ্জের বাহাদুর, সিলেটের মাহফুজ আহাম্মেদ এবং বিল্লাল আহাম্মেদ। তারা এখন বিমানবন্দর ইমিগ্রেশনে রয়েছেন। অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তাদেরকে বিমানবন্দরে রেখেই আইনশৃঙ্খলা বাহিনী জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গেছে।

    উল্লেখ্য, গত ৯ মে লিবিয়ার উপকূল থেকে একটি বড় নৌকায় করে ইতালির উদ্দেশে রওনা দেন ৭৫ অভিবাসী। যার মধ্যে ৫১ জন ছিলেন বাংলাদেশি। গভীর সাগরে তাদের বড় নৌকা থেকে অপেক্ষাকৃত ছোট একটি নৌকায় তোলা হলে কিছুক্ষণের মধ্যে সেটি ডুবে যায়। এতে ৬৫ জন প্রাণ হারান।
    পরে ১১ মে নৌকা ডুবির ঘটনায় ৩৯ জন

    বাংলাদেশি নিখোঁজ থাকার কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি ১৫ জনকে জীবিত উদ্ধার হওয়ার কথাও জানানো হয়।

    ২১ মে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমও) তত্ত্বাবধানে ও রেড ক্রিসেন্টের সহযোগিতায় উদ্ধার ১৫ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়।

    বিএম/রনী/রাজীব