চালকদের ডোপ টেস্ট করতে সহায়তা দেবে ডিএমপি

    বাস মালিকদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন, মাদকাসক্ত কোনো চালক বা হেলপারের হাতে গাড়ি তুলে দেবেন না। কোনো চালক বা হেলপারকে দেখার পর যদি আপনাদের মনে হয় সে মাদকাসক্ত তাহলে তার ডোপ টেস্ট করান। এ বিষয়ে সার্বিক সহযোগিতা আমরা করব।

    শনিবার (২৫ মে) রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

    আসাদুজ্জামান মিয়া বলেন, মাদকাসক্ত কোনো লোক গাড়ির হেলপার বা চালক হতে পারবে না। আমাদের মনে রাখতে হবে মাদক আমাদের জাতীর শত্রু। মাদকের কারণে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে পরিবহন মালিক শ্রমিককে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

    নির্ধারিত ভাড়ার চেয়ে যাত্রীদের কাছে থেকে বেশি নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, সরকারের পক্ষ থেকে যে ভাড়া নির্ধারিত এর বেশি ভাড়া যাত্রীদের কাছ থেকে নেওয়া যাবে না। কেউ অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

    বিএম/রনী/রাজীব