মানবিক দৃষ্টান্ত স্থাপন
    অজ্ঞাত রোগীর চিকিৎসার দায়িত্ব নিলেন ফটিকছড়ি’র ইউএনও’

    ফটিকছড়ি প্রতিনিধি : অজ্ঞাত এক রোগীর চিকিৎসার ব্যবস্থা করে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন।

    অযত্নে-অবহেলায় নাজিরহাট ঝংকার মোড়ে এলাকায় পড়ে থাকা পা পঁচা এক অজ্ঞাত রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করেন তিনি। পরে প্রাথমিক চিকিৎসা শেষে ঐ ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করেন চিকিৎসকবৃন্দ।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, অজ্ঞাত এই রোগী ভালো করে কথা বলতে পারে না। বর্তমানে তার অবস্থা খুবই খারাপ। তার এক পা প্রায় নষ্ট হয়ে গেছে।

    প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। করিম উদ্দিন (৬০) নামে এ ব্যক্তির বাড়ি মুন্সীগঞ্জের কাঞ্চনপুর গ্রামে বলে জানা গেছে।

    উপজেলা নির্বাহী অফিসারের এমন মানবিক কাজের জন্য সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।

    বিএম/এম জুনায়েদ/রাজীব…