চট্টগ্রামে ইয়াবাসহ কারারক্ষী আটক

    চট্টগ্রামের কদমতলী ফ্লাইওভার থেকে সাইফুল ইসলাম নামে এক কারারক্ষীকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

    শনিবার (১৫ জুন) বিকালে তাকে আটকের পর তার শরীর থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটককৃত সাইফুল চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কর্মরত ছিলো। তার কারারক্ষী নম্বর ২৩০০৫ (চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার)।

    আটক কারারক্ষীর সাইফুল ইসলাম এর বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়। তার বাবার নাম আবুল কাশেম পাটোয়ারী।

    কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন জানান, আমাদের কাছে তথ্য ছিলো কারারক্ষী সাইফুল কারাগারে ইয়াবা পাচারের সাথে জড়িত।

    শনিবার (১৫ জুন) বিকালে এক কারাবন্দী নির্দেশনা অনুযায়ী বি আর টি সি এলাকা থেকে ৫০ পিস ইয়াবা সংগ্রহ করে। সেখান থেকে ১০ পিস ইয়াবা হালিশহর এলাকার অপর এক ব্যক্তিকে পৌঁছে দেয়ার কথা ছিলো।

    কিন্ত পথিমধ্যে তাকে আটক করা হয়। হালিশহর এলাকার সহযোগিকে আটকের জন্য পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

    জিজ্ঞাসাবাদে সাইফুল জানিয়েছে চট্টগ্রাম কারাগারের এক কয়েদি তাকে ইয়াবাগুলো একজনের কাছ থেকে সংগ্রহ করে সেই কয়েদির ঘনিষ্ঠ আরেকজনের কাছে পৌঁছে দিতে বলেছিলো। সে পৌঁছে দিতে যাচ্ছিলো।’

    এদিকে রাত আটটার দিকে সাইফুলের স্বীকারোক্তিতে তার সহযোগী জালালকে নগরীর লালদীঘির পাড় থেকে একশ গ্রাম গাঁজাসহ আটক করে কোতোয়ালী থানা পুলিশ।

    এর আগে শুক্রবার বিকালে নগরীর আগ্রাবাদ এলাকা থেকে ১০ হাজার ইয়াবাসহ ছিদ্দিকুর রহমান নামে পুলিশের এক এসআইকে আটক করা হয়েছিলো।

    বিএম/এমআর