জয়ের আশা জাগিয়েও অস্ট্রেলিয়ার কাছে উইন্ডিজের পরাজয়

    নটিংহ্যামে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উইন্ডিজকে ১৫ রানে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। মিচেল স্টার্কের অগ্নিঝরা বোলিংয়ের দিনে অবশ্য আম্পায়ারিং নিয়ে ছিল চরম বিতর্ক।

    বৃহস্পতিবার (৬ জুন) টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েও লড়াকু সংগ্রহ জড়ো করে অস্ট্রেলিয়া। ১ ওভার বাকি থাকতে অলআউট হয়ে গেলেও দলটির স্কোরবোর্ডে জমা হয় ২৮৮ রান।

    ব্যাট হাতে অজিদের শুরু ভালো হয়নি মোটেও। দলীয় ৩৮ রানে চতুর্থ ও ৭৯ রানে পঞ্চম উইকেট হারানো দলটি ম্যাচে ফেরে স্টিভ স্মিথ ও অ্যালেক্স ক্যারির ব্যাটে ভর করে। ক্যারি ৪৫ রান করে বিদায় নেওয়ার পর হাল ধরেন নাথান কোল্টার নাইল। ৭টি চারের মাধ্যমে ১০৩ বলে ৭৩ রান করে স্মিথ সাজঘরে ফিরলেও কোল্টার নাইল বিধ্বংসী ব্যাটিং অব্যাহত রাখেন।

    তবে দুই অঙ্কের রান নিয়ে সাজঘরে ফিরতে হয় তাকেও। মাত্র ৬০ বলের মোকাবেলায় ৮টি চার ও ২টি ছক্কা হাঁকিয়ে ৯২ রান করে রয়েই যায় শতক না পাওয়ার আক্ষেপ।

    ক্যারিবীয়দের পক্ষে কারলস ব্র্যাথওয়েট তিনটি এবং ওশানে থমাস, শেল্ডন কটরেল ও আন্দ্রে রাসেল শিকার করেন দুটি করে উইকেট।

    জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ভয়ঙ্কর হওয়ার আভাস দিচ্ছিলেন উইন্ডিজের মারকুটে ওপেনার ক্রিস গেইল। এভিন লুইস বিদায় নিলেও তিনি চালিয়ে যাচ্ছেন মারকুটে ব্যাটিং। যদিও ১৭ বলে ২১ রান করার পর আম্পায়ারের দৃষ্টিকটু ভুল সিদ্ধান্তে ফিরতে হয় সাজঘরে। গেইলকে এলবিডব্লিউ করার আগের বলে মিচেল স্টার্ক ওভার স্টেপিংয়ের মাধ্যমে নো বল করলেও তা এড়িয়ে যায় আম্পায়ারের চোখ।

    গেইলের বিদায়ের পর দলের হাল ধরেন শাই হোপ ও নিকোলাস পুরান। দুজনের দৃঢ় ব্যাটিং দলকে দেখাচ্ছিল জয়ের পথ। তবে হোপ ১০৫ বলে ৬৮ ও পুরান ৩৬ বলে ৪০ রান করে সাজঘরে ফিরলে চাপে পড়ে যায় উইন্ডিজ। এরপর শিমরন হেটমেয়ার ২১ রান করে বিদায় নিলেও অধিনায়ক জেসন হোল্ডার একপ্রান্ত আগলে রেখে তুলে নেন অর্ধ-শতক। যদিও গেইলের মত তাকেও দুইবার ভুল আউটের সংকেত দিয়ে আম্পায়াররা আবারো ছড়িয়েছেন বিতর্ক।

    শেষদিকে আন্দ্রে রাসেল ও কারলস ব্র্যাথওয়েটের উইকেট হারিয়ে ক্যারিবীয়রা আবারো চাপে পড়ে যায়। ৪৬তম ওভারে হোল্ডারকে সাজঘরে ফিরিয়ে স্টার্ক পূর্ণ করেন দেড়শ উইকেটের মাইলফলক। ৮ উইকেট হারিয়ে উইন্ডিজ কার্যত ম্যাচ হেরে বসে সেখানেই।

    শেষপর্যন্ত উইন্ডিজের ইনিংসে থামে ২৭৩ রানে, ৫০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে। শেষদিকে ১৯ রানে অপরাজিত অ্যাশলে নার্স কমিয়েছেন পরজাওয়ের ব্যবধান। অজিদের পক্ষে স্টার্ক একাই শিকার করেন তিনটি উইকেট। এছাড়া প্যাট কামিন্স উইকেট শিকার করেন দুটি।

    সংক্ষিপ্ত স্কোর

    টস: উইন্ডিজ

    অস্ট্রেলিয়া ২৮৮ (৪৯ ওভার)
    কোল্টার নাইল ৯২, স্মিথ ৭৩, ক্যারি ৪৫
    ব্র্যাথওয়েট ৬৭/৩, রাসেল ৪১/২, কটরেল ৫৬/২

    উইন্ডিজ ২৭৩/৯ (৫০ ওভার)
    হোপ ৬৮, হোল্ডার ৫১, পুরান ৪০
    স্টার্ক ৪৬/৫, কামিন্স ৪১/২

    সেরা খেলোয়াড় : কোল্টার নাইল

    ফল: অস্ট্রেলিয়া ১৫ রানে জয়ী।