মিথুনের পরিবর্তে একাদশে লিটন
    টস জিতে উইন্ডিজদের ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

    চলতি বিশ্বকাপে জয়ে ফেরার মিশনে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও উইন্ডিজ ক্রিকেট দল। টনটনে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জয়লাভ করেছে বাংলাদেশ।

    টস জিতে প্রতিপক্ষ শিবিরকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা।

    নিজেদের খেলা শেষ ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন এনে আজ মাঠে নামছে টাইগাররা। মোহাম্মদ মিঠুনের জায়গায় লিটন দাসকে অন্তর্ভুক্ত করে আজ মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

    তিন পেসারের সাথে দুই স্পেশালিস্ট স্পিনার নিয়ে আজ মাঠে নামছে টাইগাররা। আজও বাংলাদেশের পেস আক্রমণ সামলানোর দায়িত্ব থাকছে দলনেতা মাশরাফির পাশাপাশি মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনের কাঁধে। অন্যদিকে, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ পালন করবেন স্পিন আক্রমণের দায়িত্ব।

    উইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, শাই হোপ, নিকোলাস পুরান, ড্যারেন ব্রাভো/আন্দ্রে রাসেল, শিমরন হেটমেয়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, কেমার রোচ, শেল্ডন কটরেল, ওশানে থমাস, শ্যানন গ্যাব্রিয়েল।

    বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।

    বিএম/এমআর