নীলফামারীর কিশোরগঞ্জে আবরার এগ্রো ফার্ম উদ্বোধন করলেন সংসদ সদস্য আদেল

    নীলফামারী জেলা প্রতিনিধি ॥ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় শুক্রবার দুপুরে কৃষি চাষাবাদে যান্ত্রিকরণ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ, বিষমুক্ত খাদ্য ও আধুনিক চাষাবাদের জন্য দক্ষজনশক্তিতে রুপান্তরিত করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো আবরার এগ্রো ফার্ম।

    জেলার কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের ছকির বাজারে ধান রোপন যন্ত্রের সাহায্যে ধান রোপন ও বিষমুক্ত ফল উৎপাদনের লক্ষ্যে ফলের চারা রোপনের মাধ্যমে এটি উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিকভাবে এ ফার্মের উদ্বোধন করেন নীলফামারী-৪ আসনের সাংসদ আহসান আদেলুর রহমান আদেল।

    উত্তর চাঁদখানা গ্রামের মোঃ তোফাজ্জল হোসেন ও তার পুত্র কাওসার হোসেন রুবেল পারিবারিক উদ্যোগে এ ফার্ম করেছেন। কিশোরগঞ্জ উপজেলার কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমে চাষাবাদে সময় ও অর্থ সাশ্রয়, বিষমুক্ত ফসল সবজি চাষ, প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্বদূরকরণ, কৃষকদের ন্যায মূল্য প্রদানে ক্রয়-বিক্রয় কেন্দ্র স্থাপন, বিভিন্ন ফসল ও গাছের চারা উৎপাদনসহ সবুজ বাংলাদেশ গঠনেই আবরার এগ্রো ফার্মের মূল্য লক্ষ্য বলে জানান এর উদ্যোক্তারা।

    এছাড়া এ প্রতিষ্ঠানটি কর্মমূখি শিক্ষা প্রদানের লক্ষ্যে “জীবন গড়ি” নামে একটি প্রতিষ্ঠান চালু করেছেন। এ প্রতিষ্ঠানে প্রতি মাসে ১৫-২০ জনকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রুপান্তরিত করা হবে। প্রশিক্ষিত ব্যক্তিদের বিভিন্ন প্রতিষ্ঠানে অন্তর্ভূক্তিকরণের উদ্যোগ রয়েছে।

    উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যাম শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান। নীল সাগর ট্রান্সপোর্ট কোম্পানীর ম্যানেজার রিজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ।

    বিএম/এসএ/এমআর