পটিয়া প্রতিনিধি : দক্ষিণ চট্টগ্রামের প্রায় দুইশত বছরের প্রাচীন বিদ্যাপীঠ পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচন শনিবার উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
এতে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এক টানা ভোট গ্রহণ করা হয়। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেও অভিভাবক প্রতিনিধি নির্বাচন করতে শিক্ষার্থীদের অভিভাবকগণ বিদ্যালয়ে এসে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এতে শনিবার পটিয়ায় যেন জাতীয় নির্বাচনের হাওয়া লাগে। সকাল থেকেই পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নির্বাচনকে ঘিরে লোকে লোকারণ্য হয়ে উঠে পটিয়া পৌর সদর। এতে বাদ্য ও বাজনা বাজিয়ে উল্লাস প্রকাশ করতে দেখা যায় নির্বাচিত প্রতিনিধিদের সমর্থকদের। এমনকি প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা দুপুরে তাদের ভোটারদেরকে বিরাণী পরিবেশন করে আপ্যায়ন করতেও দেখা যায়।
এতে বলতে গেলে পটিয়া ছিল গতকাল নির্বাচনী আমেজে উৎসব মুখর এক নগরী। সন্ধ্যা ৭টায় প্রিজাইডিং অফিসার পটিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঈন উদ্দিন মজুমদার ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে নারী প্রার্থী গুলশান আরা বেগম সর্বাধিক ভোট পান।
এতে নির্বাচিতরা হচ্ছেন (১ম) আহমদ কবীর ৪৯২ ভোট, (২য়) মামুনুর রশীদ ৪৪১ ভোট, (৩য়) হাজী নজরুল ইসলাম ৩৭৪ ভোট (৪র্থ) অলক দাশ ৩৬২ ভোট। সংরক্ষিত মহিলা আসনে গুলশান আরা বেগম ৪৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
৪ টি পদের ৭ জন পুরুষ প্রতিদ্বন্দ্বিতা করেন। সংরক্ষিত মহিলা পদের ২ জন নারী প্রতিদ্বন্দিতা করেন। এতে মহিলা পদে ৪৯৪ ভোট পেয়ে গুলশান আরা বেগম নির্বাচিত হন। মোট ১৩৩২ ভোটের মধ্যে ৮৩৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
বিএম/সঞ্জয় সেন/রাজীব..