বাংলাদেশের বিপক্ষে খেলতে পারবেন না লঙ্কান পেসার প্রদীপ

    আগামী ১১ই জুন ব্রিস্টলে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। সেই উপলক্ষ্যে আজ ব্রিস্টলে অনুশীলন করে লঙ্কানরা। আর অনুশীলনে চোট পেয়েই বাংলাদেশের সাথে খেলা হচ্ছেনা লঙ্কান পেসার নুয়ান প্রদীপ।

    নেটে অনুশীলনের সময় সতীর্থ কুশল পেরেরাকে বল করছিলেন প্রদীপ। পেরেরার আঘাত করা ১টি বল প্রদীপের মাথার দিকে ধেয়ে আসছিল। আত্মরক্ষার জন্য এই পেসার তার ডান হাত মেলে ধরেন মাথার সামনে। এতে তিনি মারাত্বকভাবে আহতে আঘাত পান।

    প্রদীপের আঘাত লাগা দেখে সতীর্থ ও কোচিং স্টাফের সবাই তার কাছে ছুটে যায়। ব্যাথায় কাতরাতে থাকা এই বোলারকে তৎক্ষণাৎ। এখনো জানা যায়নি তার চোট কতটা গুরুতর বা তিনি কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন। তবে চিকিৎসকরা আশা করছেন সবকিছু ঠিক থাকলে ১ সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা আছে তার।

    এই পেসার কবে মাঠে ফিরতে পারবেন তা জানা না গেলেও বাংলাদেশের বিপক্ষে পরবর্তী ম্যাচে যে তিনি খেলতে পারবেন না সেটা নিশ্চিত করা হয়েছে। শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছে, ‘সৌভাগ্যক্রমে তার আঙুল ভাঙেনি, শুধুই জোরাল আঘাত লেগেছে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তিনি খেলতে পারবেন না এটা নিশ্চিত। চিকিৎসকরা আশা করছেন প্রদীপ ১ সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠবেন।’

    প্রদীপ যদি এই আসরে আর খেলতে না পারেন তাহলে সেটা শ্রীলঙ্কার জন্য বড় দুঃসংবাদ হয়ে দাঁড়াবে। বিশ্বকাপের এই আসরে এখন পর্যন্ত ২টি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটে হারলেও, আফগানিস্তানের বিপক্ষে তুলে নিয়েছে রোমাঞ্চকর জয়। দলের জয়ের ম্যাচে ৩১ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করে সেরা বোলার ছিলেন প্রদীপ। প্রসঙ্গত, পাকিস্তানের বিপক্ষে লঙ্কানদের ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে।

    যদি প্রদীপ বিশ্বকাপের দ্বাদশ আসরে আর খেলতে না পারেন তাহলে তার বদলি খেলোয়াড়ও হাতে রেখেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। এক্ষেত্রে দলে যোগ দেবেন ২৬ বছর বয়সী ডানহাতি পেসার কুশন রাজিথা।

    বিএম/এমআর