ফটিকছড়ি প্রতিনিধি : বাংলাদেশে হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে ভারত। ভবিষ্যতেও বাংলাদেশের আরও উন্নয়নকাজে অংশ নিতে ভারত আগ্রহী। আধ্যাত্মিক সাধনার অনন্য তীর্থস্থান এশিয়া বিখ্যাত ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফ পরিদর্শনকালে ভারতীয় হাইকমিশনার রীভা গাংগুলি দাশ এসব কথা বলেন।
১৬ জুন (রবিবার) দুপুরে মাইজভান্ডার দরবার শরীফে আগমন করেন তিনি। সেখানে তিনি বিভিন্ন রওজা শরীফ পরিদর্শন ও শ্রদ্ধা নিবেদন করেন। মাইজভান্ডার দরবার শরীফে ভারতীয় হাইকমিশনার রীভা গাংগুলি দাশের আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান ও স্থানীয় বিশিষ্টজনদের সাথে এক মতবিনিয় সভা দরবার শরীফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও স্থানীয় সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম বাবু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুজিবুল হক চৌধুরী, উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব, উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মুহাম্মদ বাকের, তরিকত ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী, সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে এখন সোনালি অধ্যায় চলছে। বাংলাদেশে হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে ভারত। ভবিষ্যতে আরও উন্নয়নকাজে অংশ নিতে আগ্রহী। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণেই তা সম্ভব হচ্ছে।
বিএম/এম জুনায়েদ/রাজীব..