বিএসএমএমইউতে চিকিৎসক নিয়োগ স্থগিত

    অনিয়ম, দুর্নীতির অভিযোগে নিয়োগপ্রার্থীদের অব্যাহত বিক্ষোভের মুখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসক নিয়োগ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    মঙ্গলবার মেডিকেল অফিসার পদে নিয়োগের মৌখিক পরীক্ষা চলার দ্বিতীয় দিনে এ কথা জানান উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া।

    উপাচার্য গণমাধ্যমের সঙ্গে নিয়োগ পরীক্ষা স্থগিতের কথা বললেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছেন বিএসএমএমইউর উপাচার্যসহ নিয়োগ কমিটির সদস্যরা। পরে আনুষ্ঠানিকভাবে স্থগিতের বিষয়টি জানানো হতে পারে।

    বিশ্ববিদ্যালয়টির মেডিকেল অফিসার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া চাকরিপ্রার্থীরা গত প্রায় একমাস ধরে পরীক্ষা বাতিল ও পুনঃনিরীক্ষণের দাবিতে আন্দোলন করে আসছিলেন। রবিবার ও সোমবার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও লাঠিচার্জের ঘটনাও ঘটে।ন এরপর পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হলো।

    বিএম/এমআর