রংপুর ব্যুরো॥ জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ভুমিকা শীর্ষক এক মতবিনিময় সভা প্লান বাংলাদেশের সহযোগীতায় আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়িত গার্লস অ্যাডভোকেসি অ্যালাইন্স প্রকল্পের আয়োজনে আজ বৃহস্পতিবার আরডিআরএস মিলনায়নে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন আরডিআরএস বাংলাদেশের সিনিয়র ম্যানেজার (নারী অধিকার) মেজবাহুন নাহার, দৈনিক যুগান্তরের রংপুর ব্যুরো প্রধান ও আমাদের প্রতিদিনের সম্পাদক মাহবুব রহমান হাবু।
এছাড়াও বক্তব্য রাখেন পীরগঞ্জের সাপ্তাহিক বজ্্রকথার সম্পাদক সুলতান আহমেদ সোনা, সংবাদ ও করতোয়ার বদরগঞ্জ প্রতিনিধি রুহুল আমিন সরকার, কাউনিয়ার সাপ্তাহিক প্রত্যাশার আলোর সম্পাদক সরওয়ার আলম মুকুল,মানবকন্ঠের রংপুর প্রতিনিধি মহিউদ্দিন মখদুমী, যায়যায়দিন ও করতোয়ার কাউনিয়া প্রতিনিধি মিজানুর রহমান মিটুল, দৈনিক নবসুচনার রংপুর ব্যুরো প্রধান আফরোজা বেগম, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক ও আমাদের প্রতিদিনের স্টাফ রিপোর্টার হারুন উর রশিদ সোহেল, সমকাল ও যুগের আলোর মিঠাপুকুর প্রতিনিধি হাবিবুর রহমান সোনা, যুগান্তর মিঠাপুকুর প্রতিনিধি সবুজ আহমেদ, আমার সংবাদ ও আমাদের প্রতিদিনের পীরগঞ্জ প্রতিনিধি আব্দুল করিম সরকার, ডেইলি বাংলাদেশ বেরোবি প্রতিনিধি নাজমুল হক, উত্তর বাংলা ডটকমের স্টাফ রিপোর্টার হাসান আল সাকিব প্রমুখ।
সভায় বক্তারা, নারীর আত্মবিশ্বাস ও নেতৃত্ব প্রদানের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ করা, কন্যা ও নারী নির্যাতন হ্রাস করার মাধ্যমে নারীর মানবাধিকার রক্ষা ও জেন্ডার সমতার উন্নয়ন করা, বাল্য বিবাহ, যৌন হয়রানী প্রতিরোধ করার লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন।
এছাড়াও বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ ও বাল্য বিবাহ নিরোধ বিধিমালা-২০১৮ নিয়ে ব্যাপক আলোচনা হয়। মতবিনিময় সভায় রংপুরের আট উপজেলার ৪০জন গণমাধ্যম কর্মী অংশ নেয়।
বিএম/এসআর/এমআর