রংপুর চেম্বারের নির্বাচনী ভোটার তালিকায় অনিয়মের তদন্তের দাবিতে মানববন্ধন

    রংপুর ব্যুরো॥ রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজ’র ২০১৯-২০২১ মেয়াদী নির্বাচনে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে বানিজ্য মন্ত্রালয় কর্তৃক প্রেরীত তদন্তের আদেশ বাস্তবায়নের দাবিতে চেম্বারের সাধারণ সদস্যদের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    এতে বক্তব্য রাখেন রংপুর চেম্বারের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, সাবেক সভাপতি আবুল কাশেম, রংপুর মহানগর ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি মফিজার রহমান চান প্রমুখ।

    সমাবেশে বক্তারা বলেন, রংপুর চেম্বারের ২০১৯-২০২১ মেয়াদী নির্বাচনে ভোটার তালিকায় গড়মিল, ঋণ খেলাপি সদস্যদের অন্তভুক্তি এবং চুড়ান্ত প্রার্র্থীর তালিকায় সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। যা চেম্বার নীতিমালার পরিপন্থি। এ ধরণের অনিয়মের বিরুদ্ধে বানিজ্য মন্ত্রনালয়ে কয়েকজন সদস্য অভিযোগ করলে বানিজ্য মন্ত্রনালয় বিষয়টি তদন্তের নির্দেশনা দেয়া হলেও এটি বাস্তবায়নে কালক্ষেপন করা হচ্ছে । অবিলম্বে বানিজ্য মন্ত্রনালয়ের নির্দেশনা বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

    বিএম/এসআর/এমআর