রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা॥ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম মিজানুর রহমানের ২১তম জন্মবার্ষিকী আজ।
তিনি ১৯৯৮ সালের এই দিনে মৃত্যু বরণ করেন। তিনি দীর্ঘদিন আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলেন। একাধারে তিনি ইউপি চেয়ারম্যান উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যু বার্ষিকীতে সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।
এ উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল করা হয়।
বিএম/এসআই/এমআর