চট্টগ্রাম শাহ আমানত আন্তজার্তিক বিমানবন্দরে ৬০ হাজার দিরহাম এবং ৩০০’শ আমেরিকান ডলার সহ শারজাহগামী দম্পতিকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বিভাগ।
আটককৃত দম্পতি হলেন-চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মো.জহুর আলম (৩৫) ও সুমি আক্তার (৩০)। তারা সংযুক্ত আরব আমিরাতের শারজাহ যাচ্ছিলেন।
তারা এয়ার এরাবিয়ার শুক্রবার সকাল সাড়ে ৯ টার জি ৯-৫২২ ফ্লাইটে সারজাহ যাবার কথা ছিল।
দ্বিতীয় স্ক্যানিং চেকিংয়ের সময় তাদের ব্যাগে এই মুদ্রা পাওয়া যায়। জহুরুল হাটহাজারী উপজলোর ফয়েতয়াবাদের চিকনদন্ডী গ্রামের রুতম আলীর ছেলে।
বিমানবন্দরে দায়িত্বরত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, আটক দম্পতি শারজাহ যাচ্ছিলেন। তারা দুবাইগামী এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটের (জি-৯৫২২) যাত্রী ছিলেন। ফ্লাইটটি সকাল সাড়ে ৯ টায় শাহ আমানত বিমানবন্দর ছেড়েছে।
তিনি বলেন, দম্পতির হ্যান্ডলাগেজে সৌদি মুদ্রাগুলো ছিল। ইমিগ্রেশন পার হয়ে প্যাসেঞ্জার লাউঞ্জে প্রবেশের সময় স্ক্যানিংয়ে সেগুলো ধরা পড়ে। এরপর তল্লাশি করে সেগুলো জব্দ করা হয়েছে।
আটক দম্পতিকে বিমানবন্দরের নিরাপত্তায় দায়িত্বরত এপিবিএনর কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা হবে বলেও জানিয়েছেন বেবিচকের এই কর্মকর্তা।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল কান্তি বড়ুয়া বলেন, বিমানবন্দরে ঘোষণা বহির্ভূত বিদেশি মুদ্রাসহ দম্পতিকে আটক করা হয়েছে বলে আমাদের জানানো হয়েছে।
এপিবিএন’র কর্মকর্তা বাদি হয়ে মুদ্রা পাচারের চেষ্টার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলেও জানান তিনি।
বিএম/এমআর