সীতাকুণ্ডের কুমিরায় ট্রাক চাপায় অজ্ঞাত যুবক নিহত

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় এক অজ্ঞাত যুবক(৩৫) নিহত হয়েছে।

    আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার কুমিরা রয়েল গেইট এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

    ধারণা করা হচ্ছে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার পরনে পুরানো প্যান্ট ও গায়ে পুরানো শার্ট পরিহিত ছিল। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে উক্ত যুবকের লাশ উদ্ধার করে।

    কুমিরা ফায়ার সার্ভিস কর্মকর্তা সোহেল জানান, স্থানীয়দের দেওয়া খবরে মহাসড়কে পড়ে থাকা ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। পরে আমরা কুমিরা হাইওয়ে থানার এসআই মাহাবুব কে লাশটি বুঝিয়ে দিয়েছি।

    কুমিরা হাইওয়ে পুলিশের এসআই মাহাবুব জানিয়েছেন নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি এবং গাড়ীটি আটক করা সম্ভব হয়নি।

    বিএম/কামরুল/রাজীব