আফগানদের উড়িয়ে অবশেষে জয়ের দেখা পেল দক্ষিণ আফ্রিকা

    অবশেষে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে দক্ষিণ আফ্রিকা। খর্বশক্তির আফগানিস্তান শনিবারের (১৫ জুন) দ্বিতীয় ম্যাচে পাত্তাই পায়নি প্রোটিয়াদের কাছে। ফ্যাফ ডু প্লেসিস দল ম্যাচ জিতেছে ৯ উইকেটের ব্যবধানে!

    কার্ডিফে আসরের ২১তম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। দুই আফগান ওপেনার হজরতউল্লাহ জাজাই ও নূর আলী জাদরান দিচ্ছিলেন ভালো শুরুর ইঙ্গিত। তবে ৩৯ রানে ভাঙে উদ্বোধনী জুটি।

    ২৩ বলে ২২ রান করে জাজাই ফেরার পর সাজঘরের পথ ধরেন ওয়ান ডাউনে নামা রহমত শাহ্‌ও, মাত্র ৬ রান করে। এরপর অঝোর ধারায় বৃষ্টি নামলে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে খেলা, তাতে ইনিংসের দৈর্ঘ্য কমে আসে ৪৮ ওভারে।

    বৃষ্টি থামার পর মাঠে নামার সাথে সাথেই হাশমাতউল্লাহ শহীদীকে (৮) হারায় আফগানরা। পরের ওভারে অর্থাৎ ২২টম ওভারে প্যাভিলিয়নে ফেরেন নূর আলীও, ৫৮ বলে ৩২ রানের ধীর ইনিংস খেলে। চাপে পড়ে যাওয়া আফগানিস্তান এ সময় একের পর এক উইকেট হারাতে থাকে।

    দলীয় ৭০ রানে পঞ্চম, উইকেটের পতন ঘটলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে আসে দক্ষিণ আফ্রিকার হাতে। ইমরান তাহির-অ্যান্ডিলে ফেলুকায়োদের বোলিং তোপে আফগানিস্তানের ইনিংস গুটিয়ে যায় ১২৫ রানে, মাত্র ৩৪.১ ওভার ব্যাট করে। তবে শেষদিকে রশিদ খানের ৩৫ রানের দ্রুতগতির ইনিংস দলীয় রান তিন অঙ্কে নিয়ে যায়।

    দক্ষিণ আফ্রিকার পক্ষে ইমরান তাহির শিকার করেন ৪টি উইকেটে। এছাড়া ক্রিস মরিস ৩টি এবং অ্যান্ডিলে ফেলুকায়ো ২টি উইকেট পান।

    ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৪৮ ওভারে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন দাঁড়ায় ১২৭ রান। জয়ের লক্ষ্যে খেলতে নেমে হাশিম আমলা ও কুইন্টন ডি ককের উদ্বোধনী জুটিই গড়ে দেয় জয়ের ভিত। বল হাতে এদিন বেশ খরুচে ছিলেন ব্যাট হাতে দলের সর্বোচ্চ স্কোরার (৩৫) রশিদ খান। গুলবাদিন নাইম, আফতাব আলম বা মোহাম্মদ নবীরাও অনেক চেষ্টা করেও প্রোটিয়াদের একটির বেশি উইকেটের পতন ঘটাতে পারেননি।

    ৭২ বলে ৬৮ রান করে সাজঘরে ফেরেন ডি কক। তবে এরপর ব্যাটিং অর্ডারের উপরে উঠে আসা অ্যান্ডিলে ফেলুকায়োকে সঙ্গে নিয়ে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন ৮৩ বলে ৪১ রান করে অপরাজিত আমলা, ১১৬ বল ও ৯ উইকেট হাতে রেখেই। বিশাল ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন ১৭ রান করা ফেলুকায়ো।

    সংক্ষিপ্ত স্কোর

    টস: দক্ষিণ আফ্রিকা

    আফগানিস্তান ১২৫ (৩৪.১ ওভার)
    রশিদ ৩৫, নূর আলী ৩২, হজরতউল্লাহ ২২
    তাহির , ফেলুকায়ো

    দক্ষিণ আফ্রিকা ১৩১/১ (২৮.৪ ওভার), লক্ষ্য ১২৭
    ডি কক ৬৮, আমলা ৪১*, ফেলুকায়ো ১৭*
    নাইব ২৯/১

    ফল: দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী।

    সেরা খেলোয়াড় : ইমরান তাহির।

    বিএম/এমআর