ইসির জন্য বাজেটে বরাদ্দ ১,৯২০ কোটি টাকা

    ইসির মোট ১২০ কর্মী করোনায় আক্রান্ত হয়েছিলেন

    নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে নির্বাচন কমিশনের (ইসি) জন্য ১ হাজার ৯২০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এরমধ্যে পরিচলনের জন্য ৭৭৯ কোটি টাকা এবং উন্নয়নের জন্য ১ হাজার ১৪১ কোটি টাকা রাখা হয়েছে।

    বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করেন। এবার মূল বাজেটের আকার ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।

    ২০১৮-১৯ অর্থবছরে সংশোধিত বাজেটে যা ছিল ৪ হাজার ৩৪২ কোটি টাকা। ২০১৭-১৮ অর্থবছরে ছিল ৪১৫ কোটি টাকা।

    ২০১৫-১৬ অর্থবছরে সংশোধিত বাজেট ৮০১ কোটি, ২০১৪-২০১৫ অর্থবছরে সংশোধিত বাজেটে ৮৪৯ কোটি ২৮ লাখ ৭৭ হাজার টাকা, দশম সংসদ নির্বাচনের বছরে ২০১৩-২০১৪ অর্থবছরে সংশোধিত বাজেটে ১ হাজার ৫৪৮ কোটি ৬১ লাখ টাকা এবং ২০১২-২০১৩ অর্থবছরে ৩৪৫ কোটি ৬৫ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছিল।

    বিএম/এমআর