বিশ্বকাপ প্রাক-বাছাই
    ড্র করে বিশ্বকাপের চূড়ান্ত বাছাইপর্বে বাংলাদেশ

    ২০২২ কাতার বিশ্বকাপের প্রাক-বাছাইয়ের লাওস ও বাংলাদেশের মধ্যেকার ম্যাচটিতে কেউ জেতেনি। গোল শূন্য ড্র’য়ে শেষ হয়েছে ম্যাচটি।

    মঙ্গলবার (১১ জুন) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় ফিরতি ম্যাচে মুখোমুখি হয় দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ দু’টি। এর আগে অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ জিতেছিল ১-০ গোলে।

    বাছাইয়ে এশিয়া অঞ্চলের শীর্ষ ৪০ দল আট গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপে থাকবে পাঁচটি দল। রাউন্ড রবিন পদ্ধতিতে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হবে দলগুলো। গ্রুপ চ্যাম্পিয়ন এবং সেরা চার রানার্স-আপ বাছাই পর্বের পরবর্তী ধাপে খেলার সুযোগ পাবে।

    লাওস ফিফা র‌্যাংকিংয়ে ১৮৪ লাওস, বাংলাদেশ ১৮৮। তবে ঘরের মাঠে বাংলাদেশই ফেবারিট ছিল।

    যদিও ম্যাচটিতে কোনো গোল পায়নি স্বাগতিকরা। তবে প্রতিপক্ষের মাঠের জয়টিই বিশ্বকাপের দ্বিতীয় পর্বের জন্য যথেষ্ট ছিল। এখন বাংলাদেশ ৮টি ম্যাচ খেলার সুযোগ পাবে। কিন্তু লাওসের কাছে হেরে গেলে আগামী আড়াই বছর ফিফা ও এএফসির স্বীকৃত কোনো ম্যাচ খেলার সুযোগ হতো না বাংলাদেশের।

    বিএম/এমআর