নওগাঁয় বজ্রপাতে নিহত ৩

    দুইজনের মৃত্যু

    নওগাঁয় বজ্রপাতের পৃথক ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

    রবিবার জেলার পোরশা, সাপাহার ও মহাদেবপুর উপজেলায় এই ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, পোরশার আব্বাস আলী (৪৫), সাপাহারের চুটু (৫০) নামের একজন শ্রমিক ও মহাদেবপুরের শিশু নাদিউজ্জামান নয়ন (১২)। আব্বাস আলী পোরশা উপজেলার শিশা নশিংগাহার গ্রামের মৃত ফুল মোহাম্মাদের ছেলে ও চুটু চাপাইনবাবগঞ্জ জেলার শীবগঞ্জ উপজেলার ডুলডুলি গ্রামের মৃত হোসেন আলীর ছেলে এবং নাদিউজ্জামান নয়ন মহাদেবপুর উপজেলার বাফিরাবাদ গ্রামের আমেদ আলীর ছেলে।

    পোরশা ও সাপাহার থানা পুলিশ জানাগেছে, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে আব্বাস আলী বাড়ির পাশে মাঠে গরু নিতে গেলে বজ্রপাতের ঘটনাস্থলেই সে মারা যায়। অপরদিকে চুটু সকাল সাড়ে ৭টায় সাপাহার উপজেলার কলমুডাংগা গ্রাম এলাকার এক মাঠে বোরো ধান কাটছিল। এ সময় হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত ঘটলে সঙ্গে সঙ্গে তাকে গুরুতর আহত অবস্থায় পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    অপরদিকে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার বাফিরাবাদ গ্রামের আমেদ আলীর ছেলে নাদিউজ্জামান নয়ন বাড়ীর পার্শ্বে মাঠে খেলা করছিল। এ সময় হঠাৎ করে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ওই শিশুটি মারা যায়।

    বিএম/রনী/রাজীব