বরাদ্দ বাড়ছে প্রধানমন্ত্রী কার্যালয়ের

    খাতভিত্তিক পরিচালন ও উন্নয়ন ব্যয়ের তালিকায় চলতি ২০১৯-২০২০ অর্থবছরের বাজেটে প্রধানমন্ত্রী কার্যালয়ের জন্য মোট বরাদ্দ রাখা হয়েছে ৩ হাজার ৫২৮ কোটি টাকা।

    এর মধ্যে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৫৬৪ কোটি টাকা এবং উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে ২ হাজার ৯৬৪ কোটি টাকা।

    বৃহস্পতিবার সংসদে ২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা বলেন।

    তিনি বলেন, ‘গত অর্থবছর প্রধানমন্ত্রীর কার্যালয়ে বরাদ্দ রাখা হয়েছিল ২ হাজার ৮১৭ কোটি টাকা। এবার সেটি বাড়িয়ে করা হয়েছে ৩ হাজার ৫২৮ কোটি টাকা।’

    অর্থমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতির কার্যালয়ে গেল অর্থবছরের চেয়ে ১ কোটি টাকা বাড়িয়ে পরিচালন ব্যয় বাবদ বরাদ্দ রাখা হয়েছে ২৪ কোটি টাকা।’

    তিনি আরও বলেন, ‘এবার জাতীয় সংসদের বরাদ্দ রাখা হয়েছে ৩২৮ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১ কোটি টাকা। গেল বছর জাতীয় সংসদে পরিচালন ব্যয় বাবদ বরাদ্দ রাখা হয়েছিল ২৯৯ কোটি টাকা।’

    বিএম/এমআর