রিফাত হত্যায় ১৩ জন শনাক্ত : স্বরাষ্ট্রমন্ত্রী

    বরগুনায় স্ত্রীর সামনে প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় ১৩ জনকে শনাক্ত করার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, শিগগির এদের সবাকে গ্রেপ্তার করা হবে, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকুন।

    শুক্রবার (২৮ জুন) দুপুরে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের ইতিহাস ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন শীর্ষক প্রকল্প কাজের উদ্বোধনে এসে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত আমরা হত্যাকাণ্ডের সঙ্গে ১৩ জনকে শনাক্ত করেছি। তার মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। দেখবেন বাকিদেরকে শিগগির গ্রেপ্তার করা হয়েছে। আমাদের দক্ষ পুলিশ বাহিনী এটা নিয়ে কাজ করছে।

    তিনি আরও বলেন, আমাদের পুলিশ, গোয়েন্দারা অত্যন্ত দক্ষ। আমাদের নজর এড়িয়ে কেউ পার পায়নি। হত্যাকাণ্ডের সঙ্গে যারা সংশ্লিষ্ট, তাদের অধিকাংশই ধরা পড়েছে। বাকি যে কয়েকজন আছে, তারা অচিরেই ধরা পড়বে।

    বিএম/এমআর