৩ লাখ ২৫ হাজার ৬০০ কোটি টাকা কর রাজস্ব আদায়ের প্রস্তাব

    ৩ লাখ ২৫ হাজার ৬০০ কোটি টাকা কর রাজস্ব আদায়ের প্রস্তাব করে সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

    বৃহস্পতিবার বিকালে সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থপান করেন তিনি।

    এবারের বাজেটের শিরোনাম ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ: সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’।

    জানা গেছে, কর রাজস্ব পরিকল্পনার মধ্যে আসছে অর্থবছরে অর্থমন্ত্রী প্রত্যক্ষ আয়কর খাত থেকে ১ লাখ ১৫ হাজার ৫৮৮ কোটি টাকা আদায়ের প্রস্তাব দিয়েছেন। এছাড়া মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) বাবদ ১ লাখ ১৭ হাজার ৬৭১ কোটি টাকা; আমদানি ও রফতানি শুল্ক বাবদ ৯২ হাজার ৩৪০ কোটি টাকা আদায়ের প্রস্তাব করেছেন।

    বাজেটে আগামী ১ জুলাই থেকে বহুল আলোচিত ভ্যাট আইন বাস্তবায়নের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এই আইনে ৫ স্তরের ভ্যাট রাখা হয়েছে। স্তরগুলো হলো— ২, ৫, ৭.৫, ১০ ও ১৫। এছাড়া বাজেটে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা বাড়ানো হচ্ছে না। আগের চলতি অর্থবছরেরটাই বহাল রাখেন তিনি। কারণ অর্থমন্ত্রী মনে করেন করমুক্ত আয়সীমা বাড়ালে অনেকে করের আওতার বাইরে চলে যাবেন।

    বিএম/এমআর