আজ চ্যাম্পিয়নস লীগের ফাইনাল

    উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে রাতে মাঠে নামছে লিভারপুল এবং টটেনহ্যাম। এটলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে বাংলাদেশ সময় আজ রাত ১ টায় শুরু হবে কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচটি।

    নিজেদের ক্লাব ইতিহাসে এর আগেও ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলেছিলো লিভারপুল। ৫ বারের ইউরোপ সেরা তারা। সেই তুলনায় একেবারেই তরুন টটেনহ্যাম। এই পর্যন্ত একবারও ইউরোপ সেরা হওয়ার যোগ্যতা হয়নি তাদের।

    এবারের চ্যাম্পিয়ন্স লীগে রীতিমত ফিরে আসার ইতিহাস গড়েই ফাইনালের উঠেছে লিভারপুল এবং টটেনহ্যাম। বার্সেলোনার মতো দলকে দ্বিতীয় লেগে এক হালি গোল দিয়ে তবেই ফাইনালের টিকেট পেয়েছে অল রেডরা। অপরদিকে আযাক্সকেও তাদের ঘরের মাঠে রীতিমত কান্নায় ভাসিয়ে ফাইনালে উঠেছে টটেনহ্যাম।

    কার ঘরে যাবে এবারের শিরোপা? ৬ষ্ঠ বারের মতো চ্যাম্পিয়ন হবে লিভারপুল নাকি নিজেদের ক্লাব ইতিহাসের প্রথম শিরোপা জিতবে টটেনহ্যাম। জানতে হলে অপেক্ষা করতে হবে আরও কয়েকঘন্টা।

    বিএম/রনী/রাজীব