যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ১২

    যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি সরকারি ভবনে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ১২ জন নিহত ও আরো ৬ জন আহত হয়েছেন।

    স্থানীয় সময় শুক্রবার (বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ২টার দিকে) ভার্জিনিয়া বিচ সংলগ্ন মিউনিসিপাল সেন্টারে এ ঘটনা ঘটে বলে বিবিসির খবরে বলা হয়েছে।

    ভার্জিনিয়া বিচ পুলিশ প্রধান জেমস কেরবেরা জানিয়েছেন, বিকেলের দিকে ওই হামলা চালায় বন্দুকধারী ব্যক্তি। তিনি নিজেও ভার্জিনিয়া বিচ মিউনিসিপালের একজন কর্মী ছিলেন। ওই ব্যক্তি সরকারি এই ভবনের ভেতর ঢুকে ‘নির্বিচারে’ গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

    ওই হামলার পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে পুলিশ জানিয়েছে, তাদের সঙ্গে গুলি বিনিময়ের পর ওই হামলাকারী নিহত হয়েছেন। এসময় একটি বুলেট নিরাপত্তা বর্ম ভেদ করে আঘাত হানলে একজন পুলিশ অফিসার আহত হন। হামলাকারী ব্যক্তি একা ছিলেন বলেও মনে করছে পুলিশ।

    স্থানীয় ওয়েভি টেলিভিশন নিউজ স্টেশনকে ভবনটির একজন প্রশাসনিক সহকারি মেগান বেন্টন বলেন, আমরা মানুষজনকে চিৎকার করতে এবং শুয়ে পড়ার কথা জোরে জোরে বলতে শুনতে পাচ্ছিলাম।

    আরেকজন কর্মী বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, তিনি এবং আরও অনেকেই বন্দুকের গুলির শব্দ শুনতে পেয়েছেন। কিন্তু গুলি যে তাদের এতো কাছে ছোড়া হচ্ছে তা তারা কল্পনা করেননি।

    বিএম/রনী/রাজীব