জঙ্গিদের পক্ষে আইনি লড়াই না করার অনুরোধ র‌্যাব ডিজির

    জঙ্গি আসামিদের পক্ষে আইনি লড়াই না করার জন্য আইনজীবীদের প্রতি অনুরোধ জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

    রবিবার (২ জুন) বেলা ১১টার দিকে রাজধানীর কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে ঈদ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অনুরোধ করেন তিনি।

    র‌্যাবের মহাপরিচালক বলেন, হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর থেকে এ পর্যন্ত ৫১২ জন জঙ্গিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তবে আদালত থেকে এখন পর্যন্ত ৩০০ জঙ্গি জামিনে বের হয়েছে এবং তাদের অধিকাংশই এখন পলাতক।

    তিনি বলেন, চুরি-ডাকাতি, ছিনতাই, খুন, ধর্ষণসহ ৮-১০টির অপরাধের সঙ্গে জঙ্গি আসামিকে এক করলে হবে না। তাদের ক্ষেত্রে আইনি লড়াই না লড়তে আইনজীবীদের অনুরোধ করছি। যারা জঙ্গিদের জামিনের জন্য লড়ছেন, তারা কিন্তু হামলার শিকার হতে পারেন। টাকা পেয়েই জঙ্গি আসামির জামিনের জন্য লড়া ঠিক নয়।

    তবে যেকোনও চ্যালেঞ্জ মোকাবেলায় জন্য র‌্যাব প্রস্তুত আছে বলে জানান তিনি।

    বিএম/রনী/রাজীব