নুসরাত হত্যা: অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ২০ জুন

    নুসরাত হত্যা মামলায় ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে পাঁচজনকে অব্যাহতি দিয়েছে আদালত। পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে ২০শে জুন।

    দুপুরে, ফেনীতে নুসরাত হত্যা মামলার চার্জশিটভুক্ত ১৬ আসামিসহ ২১ জনকে আদালতে হাজির করা হয়। এর আগে বুধবার বহিষ্কৃত অধ্যক্ষ সিরাজউদ্দৌলাসহ ১৬ জনের সর্বোচ্চ শাস্তির সুপারিশ করে মামলার চার্জশিট জমা দেয়া হয়। চার্জশিটে ১৬ আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার সুপারিশ করেছে মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার পিবিআইয়ের দেয়া ২২ পৃষ্ঠার অভিযোগপত্রে অধ্যক্ষ সিরাজকে হত্যার হুকুমের আসামি করা হয়।

    অভিযুক্ত ১৬ আসামিরা হলেন, মাদ্রাসা অধ্যক্ষ এসএম সিরাজ উদ দৌলা (৫৭), নুর উদ্দিন (২০), শাহাদাত হোসেন শামীম (২০), মাকসুদ আলম ওরফে মোকসুদ আলম কাউন্সিলর (৫০), সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের (২১), জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ (১৯), হাফেজ আব্দুল কাদের (২৫), আবছার উদ্দিন (৩৩), কামরুন নাহার মনি (১৯), উম্মে সুলতানা ওরফে পপি ওরফে তুহিন ওরফে শম্পা ওরফে চম্পা (১৯), আব্দুর রহিম শরীফ (২০), ইফতেখার উদ্দিন রানা (২২), ইমরান হোসেন ওরফে মামুন (২২), মোহাম্মদ শামীম (২০), রুহুল আমিন (৫৫) ও মহিউদ্দিন শাকিল (২০)।

    প্রসঙ্গত, গত ৬ই এপ্রিল সকাল ৯টার দিকে পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসাকেন্দ্রে যান নুসরাত। এরপর কৌশলে তাকে ৪-৫ জন বোরকা পরিহিত ব্যক্তি ছাদে ডেকে নিয়ে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে যায়। পরে, ফেনী সদর হাসপাতালে থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। এরপর, চিকিৎসাধীন অবস্থায় ১০ই এপ্রিল রাতে মারা যান নুসরাত জাহান রাফি।

    বিএম/এমআর