ভারত-নিউজিল্যান্ড ম্যাচও বৃষ্টিতে ভেসে গেল

    বিশ্বকাপে প্রতি ম্যাচেই যেন দুই দলের এক প্রতিপক্ষ হয়ে উঠেছে বেরসিক বৃষ্টি। নটিংহ্যামে ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচেও হানা দিয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে এ ম্যাচ নিয়ে চারটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

    এ নিয়ে তিনটি ম্যাচে বৃষ্টি টসই হতে দেয়নি। নটিংহ্যামের ট্রেন্টব্রিজে স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় শুরু হওয়ার কথা ছিল এ ম্যাচ। তবে শুরু থেকেই বাগড়া দেয় বৃষ্টি।

    ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের এক ঘন্টা পর দুই আম্পায়ার মাঠ পরিদর্শন করেন। এ পরিদর্শন এক ঘন্টা পর পর চলতে থাকে। তবে কিছুক্ষণ পর পর বৃষ্টি হানা দিলে আম্পায়াররা পরিদর্শনের পর কোনো সুসংবাদ দিতে পারেননি। দুপুর দেড়টার দিকে আবার শুরু হয় ভারী বৃষ্টিপাত। এরপর স্থানীয় সময় বিকেল তিনটায় (বাংলাদেশ সময় রাত ৮ টায়) সর্বশেষ মাঠ পরিদর্শন করার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার।

    এটি ছিল ভারতের বিশ্বকাপের তৃতীয় ম্যাচ। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছয় উইকেটে ম্যাচ জিতে ভারত। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় পায় বিরাট কোহলিরা। নিউজিল্যান্ডের সাথে পয়েন্ট ভাগাভাগির পর তিন ম্যাচ শেষে ভারতের পয়েন্ট পাঁচ।

    পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা ধরে রেখেছে নিউজিল্যান্ড। টানা তিন জয়ের পর তাদের জয়ের ধারায় ব্যাঘাত ঘটিয়েছে বৃষ্টি। চার ম্যাচে তাদের পয়েন্ট সাত।তিনটি ম্যাচেই রান তাড়া করে জিতেছিল কিউইরা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে দশ উইকেটে, দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে সাত উইকেটে এবং তৃতীয় ম্যাচে বাংলাদেশকে দুই উইকেটে হারায় তারা।

    বিএম/এমআর