ঐতিহাসিক জয়ে সাকিব-বাংলাদেশের যত রেকর্ড

    লক্ষ্যটা ছিল ৩২২ রান। ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণকে নিয়ে রীতিমত ছেলেখেলা করলেন সাকিব আল হাসান ও লিটন দাস। সাকিবের অপরাজিত ১২৪ ও লিটনের অপরাজিত ৯৪; দুজনের রেকর্ড ১৮৯ রানের জুটির কল্যাণেই ক্যারিবিয়ানদের দেওয়া বিশাল এই লক্ষ্যকে বাংলাদেশ ছুঁয়ে ফেলেছে ৫১ বল বাকি থাকতেই। আর সেই ম্যাচেই রেকর্ডবুকে অনেক কিছু নতুন করে লিখিয়েছে বাংলাদেশ।

    সাকিবের ব্যক্তিগত রেকর্ড

    রান তাড়া করতে নেমে বিশ্বকাপে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর

    ১৩৯* লাহিরু থিরিমানে- প্রতিপক্ষ ইংল্যান্ড, ২০১৫

    ১৩৪* স্টিফেন ফ্লেমিং -প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ২০০৩

    ১২৭* শচীন টেন্ডুলকার- প্রতিপক্ষ কেনিয়া, ১৯৯৬

    ১২৪* সাকিব আল হাসান- প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ,২০১৯

    ১২২* রোহিত শর্মা- প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ২০১৯

    বিশ্বকাপের প্রথম চার ইনিংসে ৪৫০+ ব্যক্তিগত রান

    নবজত সিং সিধু, ১৯৮৭

    শচীন টেন্ডুলকার, ১৯৯৬

    গ্রায়েম স্মিথ, ২০০৭

    সাকিব আল হাসান, ২০১৯

    এক বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান

    ৩৮৪- সাকিব, ২০১৯ ইনিংস ৪

    ৩৬৫- মাহমুদউল্লাহ,২০১৫ ইনিংস ৬

    ২৯৮- মুশফিক, ২০১৫, ইনিংস ৬

    গেইল-ক্যালিস-দিলশানকে ছোঁয়ার দিন

    ম্যাচে সেঞ্চুরি ও দুই উইকেট-৫ম বার(গেইলের সঙ্গে সর্বোচ্চ)

    ম্যাচে ৫০+রান ও দুই উইকেট-২৩তম বার( ক্যালিসের সঙ্গে সর্বোচ্চ)

    বিশ্বকাপের ম্যাচে ৫০+ রান ও দুই উইকেট- ষষ্ঠ বার( দিলশানের সঙ্গে সর্বোচ্চ)

    ওয়ানডেতে ৬০০০+রান ও ২৫০+ উইকেট

    সাকিব আল হাসান (২০২ ম্যাচ)

    শহীদ আফ্রিদি (২৯৪ ম্যাচ)

    জ্যাক ক্যালিস (২৯৬ ম্যাচ)

    সনৎ জয়সুরিয়া(৩০৪ ম্যাচ)

    বাংলাদেশের হয়ে ওয়ানডেতে টানা ফিফটি

    ৫- সাকিব আল হাসান, তামিম ইকবাল

    দল হিসেবে বাংলাদেশের রেকর্ড

    বিশ্বকাপে সফলভাবে ৩০০+ রান তাড়া করে জেতা

    আয়ারল্যান্ড- ৩ বার

    বাংলাদেশ- ২ বার

    শ্রীলংকা -২ বার

    ইংল্যান্ড- ১বার

    দক্ষিণ আফ্রিকা- ১বার

    ওয়ানডেতে দ্রুততম সময়ে ৩০০+ রান তাড়া করে জেতা

    ৩৬.৪ ওভার, ভারত-শ্রীলংকা, ২০১২(৩২১/৩)

    ৩৭.৩ ওভার, শ্রীলংকা-ইংল্যান্ড, ২০০৬ (৩২৪/২)

    ৪০.১ ওভার, ইংল্যান্ড-শ্রীলংকা, ২০১৬ (৩০৯/৪)

    ৪১.৩ ওভার, বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ, ২০১৯(৩২২/৩)

    -বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড (ইংল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের ৩২৯ সর্বোচ্চ)।

    -নিজেদের ওয়ানডে ইতিহাসে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড (২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের ৩১৮ রান তাড়া করেছিল বাংলাদেশ)

    এই বিশ্বকাপে প্রথম দল হিসেবে ২৫০+ রান তাড়া করে জিতল বাংলাদেশ।

    সাকিব-লিটনের জুটিতে যত রেকর্ড

    বিশ্বকাপে বাংলাদেশের সেরা জুটি

    ১৮৯* সাকিব-লিটন, চতুর্থ উইকেট, প্রতিপক্ষ- ওয়েস্ট ইন্ডিজ, ২০১৯

    ১৪২ মুশফিক-সাকিব, তৃতীয় উইকেট, প্রতিপক্ষ- দক্ষিণ আফ্রিকা, ২০১৯

    ১৪১ মাহমুদউল্লাহ-মুশফিক, পঞ্চম উইকেট, প্রতিপক্ষ-ইংল্যান্ড, ২০১৫

    ১৩৯ মাহমুদউল্লাহ-তামিম, দ্বিতীয় উইকেট, প্রতিপক্ষ-স্কটল্যান্ড, ২০১৫

    ১১৪ মুশফিক-সাকিব, পঞ্চম উইকেট, প্রতিপক্ষ-আফগানিস্তান, ২০১৫

    ২০১৯ বিশ্বকাপের সর্বোচ্চ জুটি

    ১৮৯* সাকিব আল হাসান-লিটন দাস, চতুর্থ উইকেট, প্রতিপক্ষ- ওয়েস্ট ইন্ডিজ

    ১৭৩ অ্যারন ফিঞ্চ-স্টিভ স্মিথ, তৃতীয় উইকেট, প্রতিপক্ষ- শ্রীলংকা

    ১৪৬ অ্যারন ফিঞ্চ-ডেভিড ওয়ার্নার, প্রথম উইকেট, প্রতিপক্ষ- পাকিস্তান

    ১৪২ সাকিব আল হাসান-মুশফিকুর রহিম, তৃতীয় উইকেট, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা

    *সব রেকর্ড ১৭-৬-২০১৯ পর্যন্ত

    বিএম/এমআর