নাটোরে ছাত্রীনিবাসে কেরোসিন চুলা বিস্ফোরণ, ৩ ছাত্রী দগ্ধ

    নাটোরের উত্তর বড়গাছা এলাকার একটি ছাত্রীনিবাসে কেরোসিন স্টোভ বিস্ফোরণে শামিমা, সানজিদা ও ফাতেমা নামে তিন ছাত্রী অগ্নিদগ্ধ হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

    খোঁজ নিয়ে জানা গেছে, আহত তিনজনই নাটোর এনএস কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

    এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জৈত্যি ছাত্রীনিবাসে সকালের নাস্তা তৈরি না হওয়ায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে শামিমা ও সানজিদার আলাদাভাবে কেরোসিন স্টোভে খিচুরী রান্না করছিল। এ সময় স্টোভের কেরোসিন শেষ হয়ে যাওয়ায় শামিমা ও সানজিদা তেল ভরছিল। জ্বলন্ত চুলায় কেরোসিন দেওয়ার সময় স্টোভটি বিস্ফোরিত হয়। এতে শামিমা ও সানজিদার শরীরে আগুন লাগে। এ সময় ফাতেমা তাদের আগুন নিভাতে গিয়ে দগ্ধ হন। স্থানীয়রা অগ্নিদগ্ধ তিনজনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসে।

    নাটোর সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. মাহবুবুর রহমান জানান, দগ্ধদের মধ্যে শামিমা ও সানজিদার অবস্থা আশঙ্কাজনক। তাদের ৮০ শতাংশ পুড়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটিতে ভর্তি করা হয়ছে। আর ফাতেমা আশঙ্কামুক্ত হওয়ায় তাকে নাটোর সদর হাসপাতালে রাখা হয়েছে।

    বিএম/এমআর