ঈদের আগে-পরে ৬ দিন ফেরিতে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ

    ঈদের আগের তিনদিন ও পরের তিনদিন ফেরিতে সাধারণ ট্রাক এবং কাভার্ড ভ্যান পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    তবে নিত্য প্রয়োজনীয় পণ্য ও কোরবানির পশুবাহী ট্রাক পারাপার করতে পারবে। এছাড়া ওই তিনদিন রাতে সব ধরনের মালবাহী জাহাজ, বালুবাহী বাল্কহেড চলাচলও বন্ধ থাকবে।

    ঈদুল আজহা উপলক্ষে রবিবার বিদ্যুৎ ভবনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ সংক্রান্ত সভায় এসব সিদ্ধান্ত হয়। নৌ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই তিনদিন রাতে মালবাহী জাহাজ, বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের আগের ও পরের পাঁচদিন দিনের বেলায় বাল্কহেড চলাচল বন্ধ থাকবে।

    নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, কোরবানির পশু আনতে নৌপথে অনেক সময় অপ্রীতিকর ঘটনা ঘটে। এসব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বেশি নজর দিতে হবে। এবারের ঈদুল আজহায় সকলে মিলে ঈদযাত্রাকে আরও নিরাপদ রাখতে চাই।

    বিএম/এমআর