কোপায় রাতে তৃতীয় হতে চিলির মোকাবিলা করবে আর্জেন্টিনা

    কোপা আমেরিকার চলতি আসরের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন দল চিলি ও রানার্স আপ দল আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।

    গত দুই আসরের কোপা আমেরিকার ফাইনালিস্ট দুই দল এবার সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে। সেই সুবাদে এবারও পরস্পর মুখোমুখি হয়েই শেষ হচ্ছে দুই দলের কোপা মিশন।

    সেমিফাইনালে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা এবং পেরুর কাছে হেরে বিদায় নিয়েছে চিলি।

    আর্জেন্টিনা ও চিলি এখন পর্যন্ত ৯০ ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে আর্জেন্টিনা জিতেছে ৬০ ম্যাচে, চিলি জিতেছে ৮ ম্যাচে। বাকি ২২টি ম্যাচ ড্র হয়।

    এবার প্রথম সেমিফাইনাল ম্যাচে ব্রাজিলের কাছে ২-০ গোলে হারে আর্জেন্টিনা। আর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে পেরুর কাছে ৩-০ গোলে হারে চিলি।

    আগামীকাল (রবিবার) বাংলাদেশ সময় রাত দুইটায় ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-চিলি।

    তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামার আগে আর্জেন্টিনার কোচ স্কালোনি জানান,“চিলির সাথে খেলাটি গুরুত্বপূর্ণ,আমাদের যাদের ভালো মনে হবে তাদের রাখা হবে, আমরা অ্যাকুনা এবং লাউতারো মার্টিনেজকে পাবো না। আমরা ভাল আছি এবং আমরা সেরা উপায়ে শেষ করতে চাই”।

    বিএম/এমআর