চলতি বছর সাড়ে ১০ হাজার ছাড়াল ডেঙ্গু আক্রান্ত

    ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছেই। বিগত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৮৯ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

    শনিবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার এ তথ্য জানিয়েছে।

    সংস্থাটির মতে, বিগত ২৪ ঘণ্টায় যে সংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তা এখন পর্যন্ত সর্বোচ্চ।

    সংস্থার সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়, বিগত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে ৬৮৩ এবং বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৬ জন।

    এর মধ্যে শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৩৩ জন।

    রাজধানীতে বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন ভর্তি হয়েছেন।

    চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ১০ হাজার ৫২৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

    বিএম/এমআর