টানা বর্ষণে তলিয়ে গেছে সীতাকুণ্ডের বিভিন্ন সবজি ক্ষেত ও পুকুর

    কামরুল ইসলাম দুলু (সীতাকুণ্ড) চট্টগ্রাম :
    সীতাকুণ্ডে টানা বর্ষণে তলিয়ে গেছে বিভিন্ন সবজি ক্ষেত। ভেসে গেছে অসংখ্য পুকুরের মাছ। উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাগরের সাথে সংযুক্ত খাল ও ছড়াগুলো মাটিতে ভরাট হয়ে এবং পানি নিস্কাশনের সু-ব্যাবস্থা না থাকার কারণে বর্ষার মৌসুমে কৃষকদের সবজি ক্ষেতে পানি ঢুকে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে পানিতে তলিয়ে যায় কৃষকদের অতি পরিশ্রমের ফসল এবং পুকুরের বিভিন্ন প্রজাতির মৎস্য।

    তাই মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সাগরের তীরবর্তীতে থাকা কৃষক পরিবারের লোকজন এখন আতঙ্কে, অন্যদিকে সদ্য রোপন করা আউশ ধান ও সবজি ক্ষেত বর্তমানে পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে বলে জানান একই এলাকার কৃষকরা।

    চলতি বছরের জুন মাসের ১০/১১ তারিখে
    সদ্য আউশ জাতের ধান রাজকুমার হাইব্রীড রোপন করেছে ১৬০ শতকে।এছাড়া ২০০ শতকে বর্বটি ও ৩৪ শতকে লাউ এর আবাদ করা হয়েছে।

    আবাদ অনুযায়ী জমিতে ৮ থেকে ১০ জন শ্রমিক প্রতিদিন নাস্তাসহ ৫০০ টাকা মুজুরিতে কাজ করছেন। বিগত ২০১৭ সাল থেকে স্লুইচ গেট ধসে পড়ায় এখানকার কৃষকদের সব রকম সবজি ক্ষেত পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গিয়েছিল।

    তাই চলতি বছরেও অনেক ঝুঁকি নিয়ে কৃষকরা ধান চাষসহ বিভিন্ন রকম সবজির আবাদ করলেও মুরাদপুর গুলিয়াখালী স্লুইচ গেটটি সংস্কার না হওয়ায় এখানকার কৃষক পরিবারের রোপন করা হাজার হাজার একর জমির ধানের চারা ও সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে।

    বিএম/রাজীব সেন..